• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২০, ০৩:২৯ পিএম

মৃত্যুর মিছিলে পুলিশ কর্মকর্তা

মৃত্যুর মিছিলে পুলিশ কর্মকর্তা
সংগৃহীত ছবি

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ৫৭ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা রাজশাহীর খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মোশাররফ হোসেন নওগাঁয় রেঞ্জ আর্মস রিজার্ভ ফোর্সে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর চণ্ডিপুর এলাকায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, শুক্রবারই (২২ মে) মোশাররফ হোসেন করোনা সংক্রমণের কথা জানিয়ে রাজশাহী মেডিকেলে যান। এরপর তাকে করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর খিষ্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর আবারও তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএমএম

আরও পড়ুন