• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২০, ১২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২০, ১২:১৬ পিএম

কোভিড-১৯

২১ জুন থেকে মক্কা ছাড়া সব কারফিউ তুলে নেবে সৌদি

২১ জুন থেকে মক্কা ছাড়া সব কারফিউ তুলে নেবে সৌদি
সৌদিতে শিথিল হচ্ছে কারফিউ

সৌদি আরবে আগামী ২১ জুন (রোববার) থেকে মক্কা ছাড়া সব জায়গা থেকে কারফিউ পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩১ মে (রোববার) থেকে কারফিউ শিথিল করা হচ্ছে। সেদিন থেকে মসজিদে নামাজ আদায়, সরকারি ও বেসরকারি অফিসে কাজ এবং অভ্যন্তরীণ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকবে না দেশটিতে।

তবে মক্কা ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে। কারফিউ শিথিলের প্রথম দফায় ২৮ মে (বৃহস্পতিবার) থেকে মক্কা ছাড়া সব স্থানে বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জুন থেকে মক্কায় বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে ওইদিন থেকে মক্কার মসজিদগুলো নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়। তবে অর্থনৈতিক চাপ কমাতে এপ্রিলের শেষের দিকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

পবিত্র রমজান মাসে শপিংমলসহ সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় প্রশাসন।

কিন্তু ঈদের ছুটির মধ্যে দেশটিতে আবারও ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

এসএমএম