• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২০, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২০, ০৬:১৫ পিএম

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম।

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ও তার স্ত্রী মেহেজবানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে দাবি ভারতের  একাধিক সংবাদমাধ্যমের। 

জানা গেছে, সস্ত্রীক দাউদ ছাড়াও করোনা আক্রান্ত হয়েছে মাফিয়া ডনের একজন ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মীও। সরকারের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে ওই সংবাদমাধ্যম।

দাউদের বডিগার্ড ও অন্য সহায়কদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে খবর। দাউদ ও তাঁর স্ত্রী মেহেজবিন চিকিৎসাধীন। করাচির এক মিলিটারি হাসপাতালে দাউদ ও তার স্ত্রীর চিকিৎসা চলছে বলে খবর। পাকিস্তান অবশ্য বরাবরই বলে এসেছে দাউদ সেখানে নেই। 

পাকিস্তানের করাচিতে রোজ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে পাকিস্তান সরকার তথ্য লুকোচ্ছে বলে অভিযোগ। ১৯৯৩ মুম্বাই বোমা বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ও তার স্ত্রী করাচির মিলিটারি হাসপাতালে আগামী কয়েকদিন ভর্তি থাকবে বলে জানা যাচ্ছে। 

এসএমএম

আরও পড়ুন