• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ১০:৫৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২০, ১০:৫৩ এএম

আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবান হামলায় নিহত ১১

আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবান হামলায় নিহত ১১

আফগানিস্তানে একটি গোয়েন্দা কার্যালয়ে তালেবান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১ জন। সোমবারের এই সংঘাতে আরও ৬৩ জন আহত হয়। দেশটির আয়বাকে শহরের জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যালয়ে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। নিরাপত্তাকর্মীদের সাথে কয়েকঘণ্টার গোলাগুলিতে প্রাণ হারায় ৪ হামলাকারীর সবাই। এরপরই, দায় স্বীকার করে নেয় তালেবান।

হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তার অভিযোগ, শান্তি আলোচনার আগে নিজ অবস্থান শক্তিশালী করতে চাইছে তালেবান। বন্দি বিনিময় নিয়ে দু’পক্ষের মতবিরোধের জেরে, কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত আফগানিস্তান। ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী- পাঁচ হাজার তালেবান বন্দির বিনিময়ে মুক্তি পাবেন এক হাজার সরকারি জিম্মি।

কেএপি

আরও পড়ুন