• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০, ০২:১৫ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনা

শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনা
করোনাভাইরাসে মৃতদহ দাফনের আগে জানাযা করানো হচ্ছে। ফাইল ছবি

আসছে শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনা মহামারি। হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বুধবার সংস্থাটি জানায়, শীতের কয়েক মাস আগেই উত্তর গোলার্ধ্বের বিভিন্ন অঞ্চলে আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, সেপ্টেম্বর ফ্লু’র সময় নয়। উদ্বেগের বিষয় হলো, এ সময়ে শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়। স্পেন, ফ্রান্স, মন্টিনিগ্রো, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হাসপাতালে ভর্তি বাড়ছে। ভিড় বাড়ছে আইসিইউগুলোতে। গুরুতর অসুস্থ বেশিরভাগই ১৫ থেকে ৪৪ বছর বয়সী কোভিড নাইনটিন রোগী। এ অবস্থায় শীতে মহামারির সম্ভাব্য রূপ চিন্তার বিষয়।

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ কোটি। ২৪ ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি। একই সময়ে ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি।

জাগরণ /এমএইচ

আরও পড়ুন