• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ০৯:৫৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০, ০৯:৫৩ এএম

নাইজেরিয়ায় ধর্ষকের নপুংসক আইন পাস 

নাইজেরিয়ায় ধর্ষকের নপুংসক আইন পাস 

আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের লাগাম টেনে ধরতে কঠোর একটি আইন পাস করা হয়েছে। এখন থেকে সেখানে ধর্ষণের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে নপুংসক (খোজাকরণ) করা হবে। শুধু তাই নয়, কেউ যদি শিশু ও ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাদুনা রাজ্যের গভর্নর  নাসির আহমেদ এল রুফাই এমন ঘোষণা দিয়ে বলেন, শিশু ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধানের কোনো বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল।

মহামারি করোনাকালেও নাইজেরিয়ার ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। সে কারণে সরকার বেশ সমালোচনার শিকার হচ্ছিল। চলছিল আন্দোলনও। তাই সরকার বাধ্য হয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করলো। 

এসইউ