• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৯:১৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০, ০৯:১৮ এএম

বিশ্বে করোনায় প্রাণহানি ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনায় প্রাণহানি ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানির সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ মানুষের শরীরে।

ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল নয়টা পর্যন্ত করোনায় ৯ লাখ ৬১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ৯৫৮ জনে। সুস্থ ২ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৩৮ হাজার ২৯৬ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৯২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে দুই কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন সুস্থ হয়ে উঠেছে।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৮২৪ জন। সুস্থ ৪২ লাখ ২৩ হাজার ৬৯৩ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৮৬ হাজার ৭৭৪ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন।

করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজার ২৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৩৩৯ জন।

জাগরণ/এমআর