• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৯:৪১ এএম

একদিনেই মৃত্যু ৬ হাজার ৩০০, নতুন শনাক্ত ৩ লাখের বেশি

একদিনেই মৃত্যু ৬ হাজার ৩০০, নতুন শনাক্ত ৩ লাখের বেশি

নতুন করে বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ বেড়েই চলেছে বিশ্বে। গত ২৪ ঘন্টায় আরো ৬ হাজার ৩শত প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজারের বেশি।  এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৯ লাখ ৮১ হাজার ৯৬২। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ২০ লাখের বেশি মানুষ। 

ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভাইরাসটিতে ৯ লাখ ৮১ হাজার ৯৬২ জন মারা গেছেন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৪ হাজার ৩৪ জনে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন।

শুরু থেকে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজারের বেশি। সুস্থ ৪৪ লাখের কাছাকাছি মানুষ।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে ৫৭ লাখ ৩০ হাজারের বেশি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৭১ হাজারের বেশি। মারা গেছেন ৯০ হাজার ১৭৩ জন।

এরপর ব্রাজিলে ১ লাখ ৩৯ হাজারের বেশি প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। তবে সুস্থ হয়েছেন ৪০ লাখের কাছাকাছি মানুষ।

জাগরণ/এমআর