• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৯:৫৮ এএম

করোনায় ১০ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

করোনায় ১০ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

সারা বিশ্বে করোনার সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখের বেশি মানুষের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ৩৮৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৬৬৬ জনে।

এদিকে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৯৫ হাজার। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৬৭ জন। সেখানে মোট  করোনা শনাক্ত ৬০ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রে নতুন ২৭৬ জনসহ মোট প্রাণহানি ২ লাখ ৯ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্ত ৭৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

এছাড়াও ব্রাজিলে একদিনে ৩৩৫ জনসহ মোট  মৃত্যু ১ লাখ ৪১ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ৪৭ লাখ ৩২  হাজার।

জাগরণ/এমআর