• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০, ১২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০, ১২:৪৩ পিএম

ভারতে একদিনেই ১১৭৯ জনের প্রাণহানি 

ভারতে একদিনেই ১১৭৯ জনের প্রাণহানি 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ হাজার ৪৯৭ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪২৮ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, কেরালা, বিহার, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ১৮১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৪৫৩ জন, কর্ণাটকে ৮ হাজার ৭৭৭ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৭৮০ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭১৫ জন, দিল্লিতে ৫ হাজার ৩২০ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৮৯৯ জন।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের তিন কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ১২ হাজার ৭৪১ জনে। 

জাগরণ/এমআর