• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ০৯:১৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০২০, ০৯:১৭ এএম

করোনায় আক্রান্ত বিশ্বের ৪ কোটি তিন লাখ মতো মানুষ

করোনায় আক্রান্ত বিশ্বের ৪ কোটি তিন লাখ মতো মানুষ

বিশ্বজুড়ে নতুন করে আরো সাড়ে ৪ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ২ লাখ ৭৮ হাজার ২০৭ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ৩২১ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ১  লাখ ১২ হাজার ২০৪ জন।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারো ভারত শীর্ষে। রোববার ৫৭৮ জনের মৃত্যুতে সোয়া লাখের মতো প্রাণহানি দেশটিতে। পৌনে ৭৬ লাখ ভারতীয় আক্রান্ত করোনায়।

এদিকে, নতুন সাড়ে ৪শত মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দুই লাখ ২৫ হাজার। সংক্রমিত ৮৪ লাখের কাছাকাছি। এদিন, তৃতীয় সর্বোচ্চ ৩৫৫ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। এরপরই রয়েছে ইরান ও ব্রাজিলের অবস্থান।

এদিকে, ইতালিতে গত ২৪ ঘন্টার রেকর্ডে ১১ হাজার ৭০৫ জন শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ইতালির প্রধাননমন্ত্রী বলেছেন, কঠোর লকডাউন এড়াতে সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে।

আজ থেকে এক মাসের জন্য রেস্তোরা বন্ধ ঘোষণা করেছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম।

অন্যদিকে, মাসব্যাপী রাত্রিকালিন কারফিউ অব্যাহত রয়েছে ফ্রান্সের ৯ শহরে।

জাগরণ/এমআর