• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০২০, ১০:৪৩ এএম

শেষ বিতর্কেও বাইডেনের কাছে ধরাশায়ী ট্রাম্প

শেষ বিতর্কেও বাইডেনের কাছে ধরাশায়ী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কেও জো বাইডেনের কাছে ধরাশায়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট ক্রিস্টিন ওয়েলকারের সঞ্চালনায় টেনিসির নাশভিলে, করোনা মোকাবিলা, আয়কর ইস্যুতে একে অপরকে একহাত নেন দুই প্রতিদ্বন্দ্বি।

 
দেড় ঘণ্টার বাগযুদ্ধে প্রথম প্রশ্ন-ই ছিলো করোনা মোকাবিলা নিয়ে। বাইডেন জানান, মহামারী নিয়ন্ত্রণে ট্রাম্প উদাসীন না হলে রক্ষা পেতো ১ লাখ মানুষের প্রাণ।

ট্রাম্পের দাবি, মার্কিনীরা ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখেছে, বর্তমানে ৯০ ভাগ মানুষই সুরক্ষিত।

ডেমোক্রেট প্রার্থীর অভিযোগ, টানা ২২ বছর আয়করের তথ্য তিনি জনসমক্ষে প্রকাশ করলেও, নিয়মিত কর দেন না ট্রাম্প। বরং ব্যবসায়িক স্বার্থে চীন-রাশিয়ায় ঠিকই কোম্পানি খুলে সে সব দেশে আয়কর দিচ্ছেন। জয়ী হলে, লাখো মার্কিনীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন বাইডেন।

স্বাস্থ্যসেবায় ওবামাকেয়ারের মতো 'বাইডেনকেয়ার' করারও ঘোষণা দেন তিনি। আর ট্রাম্পের বক্তব্য, বিগত প্রেসিডেন্টরা যথাযথ দায়িত্ব পালন না করায় রাজনীতিতে নামতে হয়েছে তাকে।
এমইউ