• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০২০, ০৩:২০ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কপিলের শারীরিক পরিস্থিতির উপর চিকিৎসকরা নজর রাখছেন।

কপিলের অসুস্থতার খবর টুইটারে প্রকাশ করেন লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক। এ খবর ছড়িয়ে পরার পর ক্রিকেট পাগল ভারতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং  ক্রীড়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই তাঁর শারীরিক সুস্থতা কামনা করছেন।

‘‌হরিয়ানা হারিকেন’ নামে বিখ্যাত কপিল দেবের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অধিনায়ক হিসেবে ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয়। ওই আসরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭৫ রানের ইনিংস এবং ফাইনালে নেয়া দুর্দান্ত ক্যাচের জন্য ক্রিকেট বোদ্ধাদের কাছে আজও আলোচনার খোরাক। ভারতের হয়ে ১৩১টি টেস্ট খেলা এই কিংবদন্তি করেছেন ৫ হাজার ২৪৮ রান, নিয়েছেন ৪৩৪টি উইকেট। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেয়ার পাশাপাশি ৩ হাজার ৭৮৩ রান করেন। 

এসইউ