• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ১০:৫৪ এএম

একদিনেই প্রায় ৫ লাখ করোনা রোগী শনাক্ত, মৃত্যু সাড়ে ৬ হাজার 

একদিনেই প্রায় ৫ লাখ করোনা রোগী শনাক্ত, মৃত্যু সাড়ে ৬ হাজার 

টানা তৃতীয় দিনের মতো করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন করে আরো সাড়ে ছয় হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৯০ হাজার মানুষের দেহে মিলেছে করোনার উপস্থিতি। এর মধ্যে ইউরোপেই শনাক্ত হয়েছে দুই লাখ ৩১ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ২৪ লাখ ৯০ হাজার ২৭৮  জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৯ হাজার ২৩৭ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭  হাজার ৫৮৫ জন।

এদিকে, ভোটের উন্মাদনার মধ্যে এদিনও সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ৯শত এর  বেশি মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ২৯ হাজারের বেশি। মহামারির ১০ মাসে রেকর্ড ৮১ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত সাড়ে ৮৭ লাখ।

২৪ ঘণ্টায় প্রায় ৭শত মৃত্যু রেকর্ড করেছে ভারত। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৭৮ লাখের বেশি। সাড়ে ৫শত মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ সাড়ে ৫৬ হাজার। মেক্সিকোতে এ সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজার।

এদিন গড়ে ৩/৪শত মৃত্যুর রেকর্ড করেছে আর্জেন্টিনা, ইরান, ফ্রান্স, রাশিয়া। ২ শতাধিক মৃত্যু দেখেছে স্পেন, যুক্তরাজ্য।

জাগরণ/এমআর