• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ০৩:২৪ পিএম

করোনা বাড়ছে জ্যামিতিক হারে, সামনে কঠিন সময়

করোনা বাড়ছে জ্যামিতিক হারে, সামনে কঠিন সময়

বিশ্বের বহু দেশেই করোনাভাইরাস (কোভিড-১৯) জ্যামিতিক হারে বাড়ছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় আছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) সংস্থাটির প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন,  কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব খুবই কঠিন সময় পার করছে, বিশেষ করে উত্তর গোলার্ধ। স্বাস্থ্যসেবাগুলিও খুব চাপের মধ্যে রয়েছে।

এছাড়া বিশ্বের বহু দেশে করোনাভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দের প্রতি করোনা সংক্রমণজনিত মৃত্যু ঠেকাতে, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে এবং স্কুলগুলো আবার বন্ধ হয়ে যাওয়া রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

টেড্রস বলেন, গত ফেব্রুয়ারি থেকে এই কথা বলছি, এখন আবার সে কথারই পুনরাবৃত্তি করছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ২৫ লাখ ৪৮ হাজারের বেশি। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫০ হাজার ১৪০ জনে।

জাগরণ/এমআর