• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০, ০৯:৫০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০২০, ০৯:৫০ এএম

বিশ্বে একদিনেই আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার, মৃত্যু সাড়ে ৫ হাজার

বিশ্বে একদিনেই আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার, মৃত্যু সাড়ে ৫ হাজার

বিশ্বজুড়ে নতুন করে আরো সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৫৪ হাজার মানুষের দেহে মিলেছে করোনার উপস্থিতি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছে ৭৮ হাজারের বেশি। 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার  (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬০৩ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৮৪৯ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৩৮৬ জন।

যুক্তরাষ্ট্রে আবারো ঊর্ধ্বমুখী সংক্রমণ। শনিবার দৈনিক আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে ছিল দেশটি। একদিনে ৭৮৪ জনের মৃত্যুতে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৮ হাজারের বেশি।

এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে আরো ৫৭৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত ৫০ হাজারের ওপর। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে এখনও করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ হাজারের ওপর।

জাগরণ/এমআর