• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ০৯:০৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০২০, ০৯:০৪ এএম

বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, একদিনেই ৭ হাজার প্রাণহানি 

বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, একদিনেই ৭ হাজার প্রাণহানি 

ইউরোপে করোনাভাইরাস সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে ইউরোপের দেশগুলোতে মৃত্যুহার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

এদিকে, তিন মাস পর, একদিনেই করোনায় সাত হাজার মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় সাড়ে চার লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটি। 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী,  বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭১ হাজার ৩০৮ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘন্টায় সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। হাজারের মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৫ শত মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই।

এদিকে, এপ্রিলের পর প্রথম একদিনে পাঁচ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স। মোট প্রাণহানি সাড়ে ৩৫ হাজার। ৫০০ বেশি মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৮০ লাখ।

একদিনে আড়াইশত থেকে সাড়ে ৪শত করে মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা, যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, স্পেন। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছুঁইছুঁই।

জাগরণ/এমআর