• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ১২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০২০, ১২:১৪ পিএম

পরিস্থিতির ওপর নির্ভর করছে ভারতের ট্যুরিস্ট ভিসা: দোরাইস্বামী 

পরিস্থিতির ওপর নির্ভর করছে ভারতের ট্যুরিস্ট ভিসা: দোরাইস্বামী 

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ওপর ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। 

বুধবার (২৮ অক্টোবর) এয়ার বাবলের আওতায় চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় দোরাইস্বামী বলেন, ট্যুরিস্ট ভিসার অনেক চাহিদা রয়েছে। মানুষ ভারতে যেতে চাচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি দু-দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে।

তিনি আরো বলেন, বর্তমানে প্রতিদিন হাজার খানেক ভিসার আবেদন পড়ছে। এ সংখ্যা আরও বাড়ছে প্রতিদিন। সব স্টাফদের ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে।  

এদিকে, দীর্ঘ ৭ মাস পর ভারত বাংলাদেশ বিমান চলাচল শুরু হলো। প্রথম দিন ইউএসবাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছেড়ে যায়। ৯ টি ক্যাটাগরিতে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আকাশপথে যাতায়াত শুরু হলো প্রতিবেশী দেশের সঙ্গে। যাত্রীদের বেশিরভাগই সব রকম নিয়ম মেনে চিকিৎসা সেবা নিতে ভারতে যান। দীর্ঘ বিরতির অবসান হওয়ায় স্বস্তি তাদের।

জাগরণ/এমআর