• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০, ০৯:৫৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০২০, ০৯:৫৩ এএম

এক কবুতরের দাম ১৭ কোটি টাকা

এক কবুতরের দাম ১৭ কোটি টাকা

অবিশ্বাস্য দাম হলেও নিলামে প্রায় বিশ লাখ ডলারে নিউ কিম নামের কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। যা বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকার কাছাকাছি।

নিউ কিম অবশ্য কোন সাধারণ কবুতর নয়। বিশেষ একটি প্রজাতির কবুতরটির পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। সাধারণত কবুতরগুলোকে নির্ধারিত দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। এতে মোটা অঙ্কের অর্থ যায় মালিকের পকেটে।

কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতে এবং এরপর সে অবসরে যায়। অবসরজীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।

নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।

জাগরণ/এমআর