• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ১২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০২০, ১২:৫২ পিএম

হিজাব পরার অনুমতি পেলেন নারী পুলিশ

হিজাব পরার অনুমতি পেলেন নারী পুলিশ
ছবি: সংগৃহীত

পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। 

নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী আনুষ্ঠানিকভাবে প্রথম হিজাব পরবেন।

দেশটির পুলিশ বলছে, মুসলিম নারীদের আরো বেশি করে এই পেশায় আনতে পদক্ষেপটি নেয়া হয়েছে।

নিউজিল্যান্ড বরবার ধর্মনিরপেক্ষতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সব সময় আগলে রাখার চেষ্টা করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ড রয়েছে।

যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড।

জাগরণ/এমআর