• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০৯:৫২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০২০, ০৯:৫২ এএম

আবারো নিয়ন্ত্রণ হারাচ্ছে করোনা, একদিনে সর্বোচ্চ মৃত্যু

আবারো নিয়ন্ত্রণ হারাচ্ছে করোনা, একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাসে আবারো একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১২ হাজার ৩৭২ জন। এর আগে সর্বোচ্চ সংখ্যাটা ছিলো গত ২৫ নভেম্বর। সেদিন প্রাণ হারিয়েছিলো ১২ হাজার ২৬৭ জন।  একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী,  বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ২১৮ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৯০৫ জন।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।  একদিনে ২ হাজার ৮৩১ জনের মৃত্যুর মধ্যে দিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৮৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ।

ভারতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষ, প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে, প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্ত ৬৪ লাখের বেশি, প্রাণ হারিয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০০ জনেরও বেশি।

আমাদের দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।

জাগরণ/এমআর