• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০, ০৬:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০২০, ০৬:০৫ পিএম

‘ভ্যাকসিন বাধ্যতামূলক নয়’ 

‘ভ্যাকসিন বাধ্যতামূলক নয়’ 

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া কারো জন্য বাধ্যতামূলক হবে না বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে কোনো টিকা সহজলভ্য ও অনুমোদিত হলেও টিকা নেওয়ার অধিকার থাকবে জনগণের কাছে। 

বাইডেন বলেন, “সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।”

মানুষকে সঠিক কাজে উৎসাহিত করতে প্রেসিডেন্ট হিসেবে সবকিছু করবেন বলে আশাবাদ ব্যস্ত করেন তিনি।

মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সর্বশেষ তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ টিকা গ্রহণের করতে চায়। বাকিদের মধ্যে এখনো সংশয় কাজ করছে। 

এর আগে বাইডেন প্রতিশ্রুতি দেন দেশের মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। জনগণের সন্দেহ ও ভীতি দূর করতে জনসম্মুখেই নিজে টিকা নেবেন বলে জানান তিনি। 

বিবিসি জানায়, দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে টিকা সরবরাহে অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক ও মডার্না।

বর্তমানে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ৩৬৬ এবং মারা গেছেন ২ লাখ ৭৯ হাজার ৭৫৩ জন।


 

আরও পড়ুন