• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০, ১০:১৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০২০, ১০:১৪ এএম

লাইভে এসে টিকা নিলেন বাইডেন

লাইভে এসে টিকা নিলেন বাইডেন

করোনা সংক্রমণ রোধে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে বাইডেনের এ টিকাদান কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের টিকা নিয়েছেন। যা সরাসরি সম্প্রচার করে গণমাধ্যমগুলো। এ টিকা নেওয়ার মাধ্যমে বাইডেন নিশ্চিত করলেন করোনা প্রতিরোধে ফাইজারের টিকা কতটা কার্যকর।

টিকা নেওয়ার পর বাইডেন বলেন, “সময় ও সুযোগ করে মার্কিন প্রত্যেক নাগরিক নির্ভয়ে করোনা প্রতিরোধের এ টিকা নিতে পারেন।”

এর আগে স্ত্রীসহ জো বাইডেনের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার প্রেস সচিব জেন প্যাসাকি। এছাড়াও রাজনীতিবিদদের মধ্যে এই টিকা নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। আগামী সপ্তাহে টিকা নিবেন নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী।