• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০, ১১:০৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০২০, ১১:০৭ এএম

ফাইজারের টিকা অনুমোদন দিচ্ছে ইইউ

ফাইজারের টিকা অনুমোদন দিচ্ছে ইইউ

করোনাভাইরাস প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রথম কোনো টিকা অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।

অনুমোদন পেতে এক সপ্তাহ লাগতে পারে। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর সোমবার ফাইজারের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিতে পারে ইইউ।

বিবিসি জানায়, ইইউর ২৭টি দেশ এ টিকা পেতে যাচ্ছে, যার পরিমাণ ৪৪৬ মিলিয়ন। আগামী রোববার থেকে ইইউর কিছু দেশে এ টিকার সরবরাহ শুরু হয়ে যাবে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এ টিকা উদ্ভাবন করে।