• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০, ১২:০৫ পিএম

করোনা টিকায় শুয়োরের জিলেটিন

অনুমোদন দিল আমিরাতের ফতোয়া কাউন্সিল

অনুমোদন দিল আমিরাতের ফতোয়া কাউন্সিল

করোনার টিকায় শুয়োরের নিঃসৃত জিলেটিন ব্যবহার করা হয় বলে এই টিকা নিতে দ্বিধা কাজ করছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তবে শুয়োরে দেহাংশ ব্যবহার করা হলেও এই টিকা নেয়া যাবে বলে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল। তারা জানিয়েছে, করোনার টিকা মুসলিম রাষ্ট্রে ব্যবহার করা যাবে।

এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার দেশটির সর্বোচ্চ ইসলামিক এই কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী করোনার এই টিকা মানব শরীরে ব্যবহার করা যাবে। 

ইসলাম ধর্মে শুয়োরের মাংস বা এ প্রাণীজাত যেকোনো পণ্য নিষিদ্ধ বা ‘হারাম’ হিসেবে বিবেচিত। যার কারণে মুসলিম দেশগুলোকে করোনার টিকা প্রয়োগে সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

আমিরাতের ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ বলেছেন, মানবদেহ রক্ষার স্বার্থে শুয়োরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।