• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০২:১২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২১, ০২:১২ পিএম

চীনে পৌঁছালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

চীনে পৌঁছালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের জন্য চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এএফপির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানা যায়, বিশেষজ্ঞ দলটি উহানে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর অনুসন্ধানের কাজ শুরু করবে।

এর আগে ডিসেম্বরের মাঝামাঝি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার উৎস তদন্তের জন্য চীনের উহান শহরে যাবে ১০ বিজ্ঞানীর একটি দল। এ উদ্যোগকে বেইজিং স্বাগত জানালেও পরে বিশেষজ্ঞ দলটিকে দেশে ঢোকার অনুমতি দেয়নি চীন।

বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক জানান, চীনের অভিবাসন নিয়ম অনুযায়ী তারা বাধ্যতামূলক দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর চীনা বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন।

পিটার বেন এমবারেক আরো বলেন, “আমাদের উদ্দেশ্য হলো, ঠিক কী হয়েছিল সেটা বোঝা। আগে থেকে যে পরিকল্পনা ও সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেগুলো এগিয়ে নিয়ে যাব এখন।”

২০১৯-এর ডিসেম্বরে উহানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর সারা বিশ্বে ক্রমেই এই মহামারি ছড়িয়ে পড়ে। চীনে বর্তমানে দুই কোটির বেশি মানুষ লকডাউনে রয়েছে।

দেশটির একটি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে। ৭ মাস ধরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি আবারো করোনা সংক্রমণ বেড়েছে।