• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ১১:৪১ এএম

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ 

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ 

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।

দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

ভূমিকম্পের তাণ্ডব চলে প্রায় ৭ সেকেন্ড। এতে প্রায় ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।  হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটেন।

এর কয়েক ঘণ্টা আগে ইন্দোনেশিয়ার একই এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫.৯। ওই ভূমিকম্পেও বেশ কিছু বাড়ি ধসে পড়ে।