• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ০২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২১, ০২:৫৪ পিএম

১০ পর্বতারোহীর ‘কে টু’ জয়

১০ পর্বতারোহীর ‘কে টু’ জয়

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত ‘কে টু’ জয় করেলেন নেপালের ১০ পর্বতারোহী। অসম্ভব এই কাজকে সম্ভব করে নতুন রেকর্ড করলেন নেপালের একদল যুবক। প্রথমবারের মতো তারাই এই পর্বত জয় করলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানায়। 

প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টায় কে টু পর্বতের শীর্ষে পৌঁছান বলে জানান দলটির সদস্য পর্বতারোহী নিমসদাই পুরজা।

এই শীতে দেশ বিদেশের অনেক পর্বতারোহী জয়ের নেশায় কে টু পর্বতে ওঠে। এদের মধ্যে নামার সময় এক স্প্যানিশ পর্বতারোহীর মৃত্যু হয়।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই পর্বতটি চীন-পাকিস্তান সীমান্তে অবস্থিত। এটির উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার। যা হিমালয়ের চেয়ে মাত্র ২০০ মিটার কম উঁচু।

আয়োজক সংস্থা সেভেন সামিট ট্রেকস জানান, কে টু জয়ের এ অভিযানে ছিলেন ৪টি দলে ৬০ জন পর্বতারোহী। ১৬ জানুয়ারি বিকেল ৫টায় (স্থানীয় সময়) ‘কে টু’র শিখরে একসঙ্গে পৌঁছেছেন ১০ নেপালি পর্বতারোহী।

১৯৮৭-৮৮ সালে শীতকালে প্রথম কয়েকজন পর্বতারোহী কে টু জয়ের চেষ্টা চালান। তবে তারা ৭ হাজার ৬৫০ মিটারের ওপরে উঠতে পারেননি। এরপর ২০০৮ সালে এই পর্বত জয় করতে গিয়ে প্রাণ হারান ১১ পর্বতারোহী।