• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২১, ০৮:৪০ পিএম

কাবুলে সন্ত্রাসী হামলা

দুই নারী বিচারক নিহত 

দুই নারী বিচারক নিহত 

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দুই নারী বিচারক নিহত হয়েছেন।

আল-জাজিরা জানায়, রোববার গাড়ি চালিয়ে আদালতে আসার সময় এ আক্রমণের শিকার হন তারা।  সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে তালেবান হামলা বলে ধারণা করছেন। তবে তালেবানরা এ দায় অস্বীকার করেছে।

সম্প্রতি আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনা সংখ্যা ২৫০০-এ নামিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

অন্যদিকে আফগান সরকার এবং তালেবানের মধ্যে সমঝোতা আলাপ চলছে বেশ কিছুদিন ধরেই। এমন অবস্থায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

গত কয়েক মাসে দেশটির বেশ কয়েকজন আলোচিত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক এবং সমাজকর্মী প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

এর আগে ২০১৭ সালে দেশটির সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে গাড়ি রাখার জায়গায় এক আত্মঘাতী হামলায় ২০ জন কর্মকর্তা নিহত হয়েছেন।