• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০১:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২১, ০১:২৭ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে মামলা করছেন ডেমোক্র্যাট নেতারা। সোমবার (১৮ জানুয়ারি)  রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন প্রস্তাব আনেন  কংগ্রেসম্যান জেমি রাসকিন। অভিশংসনে সফলতার পর এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলার নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই সপ্তাহেই সিনেটে এ বিচারকাজ শুরু হতে পারে।

মামলায় অভিযোগে বলা হয়, ক্যাপিটল ভবনে হামলাকারীদের উসকানি দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের ‘সবচেয়ে বিপজ্জনক অপরাধ’ করেছেন।

জেমি রাসকিন বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর এমন হামলা এবং যা এসব হামলার ঘটনা ঘটাতে সাহায্য করেছে, সেসবের বর্ণনা দিতে যাচ্ছি। এই প্রেসিডেন্ট ২০২০ সালের নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে চেয়েছিলেন।”

‘বিদ্রোহের উসকানিমূলক’ বক্তব্যের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব করে ডেমোক্র্যাটরা। এরপর বুধবার (১৩ জানুয়ারি) নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভোটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়।