• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২১, ০৭:৪৯ পিএম

অবশেষে হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

অবশেষে হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

নির্বাচনের পরাজয় নিয়ে বহু নাটকীয়তার পর অবশেষে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। নতুন রাষ্ট্রনায়ক জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে বিদায়ী অভ্যর্থনা নিতে যান তিনি। ৪৬তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে পুরো সময়টা কাটাবেন নিজের ব্যক্তিগত রিসোর্টে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ ত্যাগ করেন ট্রাম্প। শেষবারের মতো প্রেসিডেন্টের বাহন এয়ার ফোর্স ওয়ানের হেলিকপ্টারে চড়ে মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। সঙ্গী আছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

৬ ডিসেম্বরের পার্লামেন্টের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা। ফেসবুক আর টুইটার অ্যাকাউন্ট বন্ধ থাকায় ভক্তদের ঠিকভাবে বিদায়ও জানাতে পারছেন না বিদায়ী প্রেসিডেন্ট। এদিকে বিদায়ের আগ মুহূর্তে ৭৩ জন কারাবন্দীর মুক্তির আদেশ দিয়ে গেছেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন।

অভিশংসনের কারণে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত থাকায় সংক্ষিপ্তভাবেই সারতে হচ্ছে বিদায় অনুষ্ঠান। মেরিল্যান্ডের বিদায়ী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর একটি দল বিদায় জানাচ্ছেন ট্রাম্পকে। প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারাও দাওয়াত পেয়েছেন অনুষ্ঠানে। লাল গালিচায় হাসিমুখে হোয়াইট হাউজ ছাড়লেও চার বছরের শাসনামলে কি কি কীর্তি রেখে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প - সেটিই চিন্তার বিষয়।

তবে নতুন প্রেসিডেন্টকে স্বাগত না জানিয়ে বিদায় নেয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১৮৬৯ সালে প্রেসিডেন্ট এন্ড্রু জনসনও অভিশংসনের পর নতুন সরকারকে অভ্যর্থনা না জানিয়েই বিদায় নেন।