• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ০৮:২৫ পিএম

করোনায় কালজয়ী সাংবাদিকের মৃত্যু

করোনায় কালজয়ী সাংবাদিকের  মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ল্যারি কিং। ৮৭ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নতুন বছরের শুরু থেকেই করোনা আক্রান্ত হয়ে সিড্রাস সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয় সময় শনিবার ল্যারির মৃত্যুর কথা জানায় তাঁর তত্ত্বাবধায়নে থাকা প্রযোজনা প্রতিষ্ঠান ওরা মিডিয়া। প্রায় ছয় দশক ধরেই সাংবাদিকতার সেরা স্থান ধরে রেখেছিলেন তিনি। ২৫ বছর ধরে সিএনএনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ল্যারি কিং লাইভ’ এর উপস্থাপনা ও পরিচালনা করেন নিজেই।

বিশ্বের নামীদামী রাজনীতিবিদ, অভিনেতা, সংগীতশিল্পী আর খেলোয়াড়দের সাক্ষাৎকার নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ল্যারি কিং। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র আর সঙ্গীত উৎসবেও তাঁর উপস্থাপনায়  বিমোহিত হতেন দর্শকরা।  তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের সংস্কৃতি অঙ্গনে।