• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০৩:১৫ পিএম

মাদক সম্রাট সে চি লপ গ্রেপ্তার

মাদক সম্রাট সে চি লপ গ্রেপ্তার

এশিয়ার অপরাধ জগতের নেতা হিসেবে পরিচিত বিশ্বখ্যাত মাদক সম্রাট সে চি লপকে (৫৬) নেদারল্যান্ডস থেকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে  এ তথ্য জানায় বিবিসি।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২২ জানুয়ারি শুক্রবার রাজধানী অ্যামস্টারডামের বিমানবন্দর থেকে সে চি লোপেকে আটক করে নিরাপত্তা সদস্যরা। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়া থেকেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে ছিল সে চি লপ।

মূলত অস্ট্রেলিয়ার পুলিশের অনুরোধেই সে চি লোপেকে আটকে অভিযান চালায় অ্যামস্টারডাম। এছাড়াও তাঁকে এশিয়ার প্রধান মাদক পাচারকারী আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করেছিল জাতিসংঘ।

মাদক সম্রাট সে চি লপ চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। এক দশকেরও বেশি সময় ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিলো। মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গেও তার তুলনা করা হয়।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের দাবি, দেশটির ৭০ শতাংশ মাদকের অবৈধ প্রবেশের জন্য দায়ী ছিল সে চি লপ।