• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৪২ পিএম

টিকা নিয়ে ইউরোপ-যুক্তরাজ্যের বিরোধ

টিকা নিয়ে ইউরোপ-যুক্তরাজ্যের বিরোধ

যুক্তরাজ্যের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকা চাহিদা মোতাবেক করোনা ভ্যাকসিন উৎপাদন করতে পারছেনা। ফলে দেশের চাহিদা মেটানোর আগে অন্যান্য দেশে টিকা সরবরাহ না করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য।

তুলনামূলক কম দামে টিকা পেতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে ৩০ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। তাই এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

ইউরোপের অন্য দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়তে থাকায়, চাপ বাড়ছে আরেক টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের ওপরেও। তাই যুক্তরাজ্যের সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটিতে ইউরোপে উৎপাদিত ফাইজারের করোনা টিকা সরবরাহও বন্ধ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ।

ইইউর স্বাস্থ্যসচিব স্টেলা কিরিয়াকিদেস জানান, ইউরোপীয় জোটের ২৭ সদস্য রাষ্ট্রের নাগরিকের টিকা প্রাপ্তির বিষয়টিকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে সংস্থাটি। টিকা রপ্তানিকারকরা তৃতীয় পক্ষের কাছে টিকা রপ্তানির আগে ইইউকে জানাতে হবে বলেও সিদ্ধান্ত জানান তিনি।

ইউরোপের এই সতর্কবার্তার পর অ্যাস্টজেনেকা এবং ফাইজার উভয়েই দুপক্ষের ভ্যাকসিনের চাহিদা মেটাতে সক্ষম হবে বলেই আশা জানান যুক্তরাজ্যের ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাই।

আরও পড়ুন