• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২১, ০১:২৯ পিএম

দিল্লির কৃষক আন্দোলনে আহত ৮৬ পুলিশ

দিল্লির কৃষক আন্দোলনে আহত ৮৬ পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে চলমান কৃষক আন্দোলনে আজ বুধবার সকালে ট্রাক্টর মিছিলের সংঘর্ষে ৮৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ২২টি মামলা করেছে পুলিশ। খবর এনডিটিভি

পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা ৮টি বাস ও ১৭টি প্রাইভেট কার ভাঙচুর করেছে। এ ছাড়া রাজধানী দিল্লির মুকারবা চক, গাজীপুর, লালকেল্লা, নাঙ্গলই, আইটিও, সিমাপুরি, টিকরি সীমান্ত ও আশপাশের এলাকায় সহিংসতায় এই পুলিশ সদস্যরা আহত হন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছয় হাজার থেকে সাত হাজার ট্রাক্টর সিংঘু সীমান্তে জড়ো হয়। এরপর তারা নির্দিষ্ট রাস্তা দিয়ে না গেলে সংঘর্ষ বাধে।

এর আগে গতকাল মঙ্গলবার ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর নিয়ে দিল্লি অবরোধ করেন কৃষকরা। ব্যারিকেড ভেঙে লালকেল্লা অভিমুখে র্যালি করতে গেলে তাদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় এক কৃষক মারা যান।

ভারতের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম কৃষক বিক্ষোভ। বিজেপি সরকার চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে গত সেপ্টেম্বর কৃষি আইন সংস্কার করে নতুন নীতিমালা নির্ধারণ করে। আর আইন বাতিলের দাবি নিয়ে কয়েক মাস ধরেই দিল্লিতে চলছে এই আন্দোলন।