• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ১১:০৭ এএম

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরেক বাংলাদেশি ফারাহ আহমেদ। তিনি দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লি উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পেয়েছেন। এর আগে হোয়াইট হাউসে বাইডেনের ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হন বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক। 

২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।  

ফারাহ আহমেদ আমেরিকার মূলধারায় রাজনীতিতে আগে থেকেই সক্রিয় ছিলেন। এর আগে আইওয়া স্টেটে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক পার্টির নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব পালন করেন তিনি।

ফারাহ বাংলাদেশের নরসিংদীর সন্তান। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনি। তার বাবা হলেন ড. মাতলুব আহমেদ ও মা ড. ফেরদৌস আহমেদ। তারা দুজনই ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।  

ফারাহ আহমেদ স্নাতক শেষ করেন কর্নেল ইউনিভার্সিটি থেকে। এরপর নিউ জার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। 

আগে থেকেই ফারাহ কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন। এ ছাড়া দায়িত্ব পালন করেছেন কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে।