• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০১:১৩ পিএম

ট্রাম্পের উল্টোপথে বাইডেন প্রশাসন

সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত

সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন এই তথ্য জানান। 

এসব অস্ত্রের মধ্যে রয়েছে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র ও সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান।  

বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন।

অ্যান্টনি জে ব্লিংকেন জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন, যা পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নতুন প্রশাসন এ ধরনের যাচাই করে থাকে বলে জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পররাষ্ট্রনীতি প্রসারিত করা এবং দেশের কৌশলগত লক্ষ্যের অগ্রগতির জন্য এই যাচাই করা হয়েছে। 

জো বাইডেনের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পর তার প্রশাসন এই সিদ্ধান্ত জানাল। 

ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে কংগ্রেসের আপত্তি সত্ত্বেও তিনি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেন। সেই সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সঙ্গে ২৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নেন।