• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২১, ০২:৩৪ পিএম

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

রোমানিয়ায় একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। রাজধানী বুখারেস্টের মেটেই বালস হাসপাতালটি কোভিড-১৯ রোগীর জন্য নির্ধারিত ছিল। 

বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়, শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। 

কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। 

হাসপাতালটি রোমানিয়ার সবচেয়ে বড় ও করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত। আগুনের ঘটনায় হাসপাতালে থাকা ১০২ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক জানান, যেসব রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত। বেশির ভাগ রোগীদের অক্সিজেন দেওয়া ছিল।  

তিনি আরো জানান, ৪৪ জন রোগীকে অন্য হাসপাতালে এবং বাকিদের মেটেই বালসের অন্যান্য ভবনে নেওয়া হয়েছে। 

শুক্রবার পর্যন্ত রোমানিয়াতে ৭ লাখ ২১ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি মারা গেছেন ১৮ হাজার ১০৫ জন।