• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১, ০৬:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২১, ০৬:৫২ পিএম

মহাসাগরে বিলীন হলো মহাসড়ক! 

মহাসাগরে বিলীন হলো মহাসড়ক! 

প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ক্যালিফোর্নিয়াবাসীর। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের এই রাজ্যের দাবানল বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হয়। এবার এখানকার সেন্ট্রাল কোস্টের একটি মহাসড়ক সাগরে ধ্বসে পড়ায় এলাকায় জরুরি অবস্থা জারি হয়েছে।

গত সপ্তাহের ভারী বর্ষণ ও তুষারঝড়ে সৃষ্ট ভূমিধ্বসে ক্যালিফোর্নিয়া রাজ্যের পাহাড় ঘেঁষা হাইওয়ে ওয়ান মহাসড়কে ভাঙন দেখা দেয়। শুক্রবার এর একটি বড় অংশ ভেঙে উত্তর প্রশান্ত মহাসাগরে বিলীন হয়ে যায়। ভাঙ্গা অংশ মেরামতের জন্য এলাকায় জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ। 

ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, মূলত পয়ঃনিষ্কাশন কাঠামো এবং রাস্তা প্লাবিত হয়ে যাওয়ায় সড়কটিতে ফাটলের সৃষ্টি হয়। মহাসড়কটি রাজ্যের কেন্দ্রীয় উপকূলের পাশে পাহাড়ী এলাকার উপর নির্মিত ছিলো। এটি মহাসাগরে বিলিন হওয়ার কিছুক্ষণ আগেই প্রত্যক্ষদর্শী টহল দলের কর্মকর্তারা এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানায়।

এর আগে ২০১৭ সালের মে মাসে ভূমিধ্বসের পর মহাসড়কের প্রায় এক চতুর্থাংশ জায়গায়  বড় বড় পাথর আটকে যাওয়ায় হাইওয়ে ওয়ানে যান চলাচল বন্ধ ছিলো।