• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৮:৩৯ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৮:৩৯ এএম

২০টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ

২০টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ

এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আরব নিউজ এ তথ্য জানায়।

খবরে জানা যায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ আদেশ জারি করে। সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা দেশগুলো হচ্ছে- ভারত, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি,লেবানন, মিশর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, জাপান, ব্রাজিল, সুইজারল্যান্ড ও ফ্রান্স।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর  সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে  গত ৩ জানুয়ারি থেকে সব ফ্লাইট চালু করে দেয়ার সিদ্ধান্ত হয়।