• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৪:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৯:৫০ পিএম

ভারতে হিমবাহ ধস

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, নিখোঁজ ১৫০

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, নিখোঁজ ১৫০

ভারতের উত্তরাখণ্ডে একটি বিশাল আকৃতির হিমবাহ তথা তুষারখন্ড ধসে সৃষ্ট বন্যায় ভেসে গেছে চামলি জেলার একাংশ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র। এখনো নিখোঁজ রয়েছে এখানকার দেড় শতাধিক কর্মী। উত্তরাখণ্ডের মহাসচিব ওম প্রকাশ ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার সকালে হিমবাহটি ধসে পড়ার পর অলোকনন্দা ও ধৌলিগঙ্গা নদীর পানি বেড়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যা শুরু হয়। তাৎক্ষণিকভাবে কয়েক হাজার মানুষকে এলাকা থেকে সরিয়ে নেয় উদ্ধারকারীরা। তবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রটি।

এক টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিপদে সমগ্র ভারতবাসী উত্তরাখন্ডের পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

দুর্যোগগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রমের সঙ্গে জোরেশোরে চলছে উদ্ধারকাজ। হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে ভারতীয় সেনাবাহিনী। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের পাঁচটি দল ছাড়াও বিমান বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

আরও পড়ুন