• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৮:১৯ পিএম

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাত্তুর জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩৬ জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বিরুধুনাগর গ্রামে আতশবাজি তৈরির রাসায়নিকের মিশ্রণ তৈরির সময় কারখানাতে বড় ধরণের বিস্ফোরণ হয়। টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুণ নেভাতে কাজ করছে। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও হতাহতদের প্রত্যেকের পরিবার ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ পাবে।

আহতদের চিকিৎসা নিশ্চিতে জেলা কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামী। দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের কারখানায় নিয়মিত পরিদর্শন অব্যাহত রাখাতে জেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অনেকেই বিস্ফোরণে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন