• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৩৫ পিএম

টিকা নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

টিকাবিরোধী বিক্ষোভে পুলিশের ধরপাকড়

টিকাবিরোধী বিক্ষোভে পুলিশের ধরপাকড়

দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরুর আগে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার। শনিবার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনসহ বেশ কিছু বড় শহরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ মানুষ।

‘আমার শরীর আমার অধিকার’ স্লোগান দিয়ে টিকা না দেয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অধিকাংশ এলাকাতেই শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করেন টিকাবিরোধীরা। তবে মেলবোর্নে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার করোনা নির্মূলে টিকা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রথম ধাপে ফাইজারের করোনা টিকা ব্যবহার করবে দেশটির সরকার। পরবর্তীতে দেশজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ডের ভ্যাকসিনও ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এসব টিকা বিভিন্ন দেশে প্রয়োগের পাশাপাশি গবেষণাগারে পরীক্ষিত হলেও তাতে আশ্বস্ত হতে পারছে না অস্ট্রেলীয়রা। তাই দেশটির টিকা কর্মসূচিতে এ ধরণের বিক্ষোভ বাধা হয়ে দাড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন