• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:১২ পিএম

ভারতের রাজনীতি

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে মোদী

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে মোদী

বিধান সভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তারে মরিয়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি। এরই ধারাবাহিকতায় আজ কলকাতায় বিজেপির সভায় হাজির হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুপুরে নেতাজি সুভাস চন্দ্র বসু বিমানবন্দরের অবতরণের পর হেলিকপ্টারযোগে হুগলির র্যালিতে যোগ দিচ্ছেন তিনি। হুগলিতে আন্তঃজেলা রেল প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বেশকিছু উন্নয়নমূলক কার্যক্রমের উন্মোচন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। এ উপলক্ষে আসামের লখিমপুরসহ বিভিন্ন এলাকার নির্বাচনী প্রচারে অংশ নিবেন মোদী।

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আধিপত্য চলছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ভোটের ময়দানের হাড্ডাহাড্ডি লড়াই করলেও বিধান সভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি। তাই তৃণমূলকে হটিয়ে রাজ্যের নিয়ন্ত্রণ পেতে এবার পুরোদমে মাঠে নেমেছে কেন্দ্র সরকারের দল।