• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:৪৩ পিএম

দুর্ঘটনার জেরে বোয়িংয়ের ১২৮ বিমান বন্ধ 

দুর্ঘটনার জেরে বোয়িংয়ের ১২৮ বিমান বন্ধ 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেনভারে উড্ডয়নরত অবস্থায় আগুণ ধরে যায় ইউনাইটেড এয়ারের বোয়িংয় ৭৭৭ এর একটি বিমানে। ইঞ্জিন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটলেও এবারের মতো প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যদিও আকাশে থাকা অবস্থায় বিমানের আগুণের ধোঁয়া আর নীচে খসে পড়া অংশ অনেকের মাঝেই আতংক ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে নিজেদের ৭৭৭ মডেলের সব বিমানের ইঞ্জিন পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বোয়িং। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত মোট ১২৮টি বিমান বন্ধ থাকছে পরবর্তী ঘোষণা পর্যন্ত।

এরই মধ্যে বোয়িং এর প্রধান গ্রাহক উইনাইটেড এয়ারলাইন্সসহ দুইটি জাপানি এয়ারলাইন্স তাদের ৫৬টি বোয়িং৭৭৭ বিমানের সকল ফ্লাইট বাতিল করেছে।

এক বিবৃতিতে বোয়িং জানায়, এয়ারলাইন্সগুলোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বোয়িং ৭৭৭ এর সব কার্যক্রম স্থগিত করছে তারা।

শনিবার ২৩১ জন যাত্রী নিয়ে অগ্নিকাণ্ডের পর জরুরি অবতরণ করে ইউনাইটেড এয়ারলাইন্সের ৩২৮ নম্বর ফ্লাইট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

ডেনভারে বিমানের ইঞ্জিন ত্রুটির মূল কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের তদন্ত দলের সঙ্গে কাজ করছে বোয়িং এর কর্মকর্তারা।