• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:২০ পিএম

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

ইকুয়েডরের তিনটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গুয়াইয়াকিল, কুয়েনকা এবং লাতাকুনগা কারাগারের সক্রিয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এ দাঙ্গার ঘটনা ঘটে। গুলি ও ছুরি হামলায় কয়েদিরা নিহত হয়েছে বলে জানা যায়।   

ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুনডো মোনকেও জানান, কারাগারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এ ছাড়া তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ৮০০ পুলিশ কর্মকর্তার সহায়তায় নেওয়া হয়েছে। কারাগার এখন আগের অবস্থায় ফিরে গেছে।

এদিকে দাঙ্গার খবর ছড়িয়ে পড়ায় কয়েদিদের স্বজনরা কারাগারের সামনে জড়ো হয়েছে। তারা জানতে চাচ্ছে ভেতরে কী ঘটেছে। 

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো টুইটারে জানিয়েছেন, দুর্বৃত্ত গোষ্ঠীগুলো দেশের কয়েকটি কারাগারে একসঙ্গে সহিংসতা চালিয়েছে।

এই তিন কারাগারের একটি পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়াইয়াকিল অবস্থিত যেখানে ২১ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় কুয়েনকা কারাগারে নিহত হন ৩৩ জন। বাকি আটজন নিহত হয়েছেন লাতাকুনগারের একটি কারাগারে।