• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:৫৯ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে ২০ ভাগ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে ২০ ভাগ

গত এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তদের মৃতের সংখ্যা কমেছে শতকরা ২০ ভাগ। আগের দুই সপ্তাহের চাইতে করোনা পরিস্থিতির তুলনামূলক দ্রুত অগ্রগতি হচ্ছে – এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের স্থানীয় সময় মঙ্গলবার সাপ্তাহিক বিবৃতিতে এই আশার বানী শোনায় সংস্থাটি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বিশ্বে করোনার সংক্রমণও আগের চাইতে কমেছে। গত সপ্তাহের আক্রান্তদের সংখ্যা আগের সপ্তাহের চাইতে ছিল শতকরা ১১ ভাগ কম।

সংক্রমণ হ্রাসের এই হার ইউরোপ, অ্যামেরিকা আর এশিয়ার দেশগুলোতে টিকাদান কর্মসূচীর আশানুরূপ ফল হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সপ্তাহে বিশ্বে মোট করোনা সংক্রমণজনিত মৃতের সংখ্যা ছিল ৬৬ হাজার। গত তিন সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন সংক্রমণ হার।

এদিকে, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি। মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে সোমবার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে মেক্সিকো। দেড় লাখের বেশি করোনা রোগীর মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

আরও পড়ুন