• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:১৭ পিএম

টেসলার লোকসান

শীর্ষ ধনীর খেতাব হারালেন ইলন মাস্ক

শীর্ষ ধনীর খেতাব হারালেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার লোকসানের কারণে শীর্ষ ধনীর খেতাব হারিয়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্ক। ফলে শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থানে ফিরেছেন ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আমাজনের মালিক জেফ বেজোস। 

জানুয়ারির শুরুতে টেসলার শেয়ারমূল্যের রেকর্ড পরিমাণ (৮৮০ ডলার) ঊর্ধ্বগতি থাকলেও ফেব্রুয়ারিতে এটির দাম কমতে থাকে। দুই মাসে শতকরা ২০ ভাগ দাম কমেছে টেসলার শেয়ারের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে উঠে এসেছে এই তথ্য।

সম্প্রতি অধিক মুনাফার আশায় বিটকয়েনে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করে টেসলা। আর তাই টেসলার গ্রাহকরা অনেকেই দুই কোম্পানির শেয়ার কিনে রাখেন।

কিন্তু ভার্চুয়াল ডিজিটাল কারেন্সি বিটকয়েনের দামের হঠাৎ পতনের ফলে অনেকেই টেসলার শেয়ার কমদামে বিক্রি ফেলেছেন বলে জানা গেছে।

টেসলার শেয়ারের দরপতনের ফলে বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের মূল্য কমে ১৮৩ বিলিয়ন ডলারে ঠেকেছে। আর শীর্ষ ধনী জেফ বেজোসের সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৮৬ বিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন