• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:৫৩ পিএম

ঘানা পেল কোভ্যাক্সের প্রথম টিকা

ঘানা পেল কোভ্যাক্সের প্রথম টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে প্রথম টিকার চালান পেল আফ্রিকার দেশ ঘানা। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার ৬ লাখ ডোজ ঘানায় পৌঁছায়। 

মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে করোনার টিকা সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু তহবিল যৌথ বিবৃতিতে জানায়, ছয় লাখ টিকা একটি ফ্লাইটে ঘানার রাজধানী আক্রায় অবতরণ করেছে।

কোভ্যাক্স অর্থ হলো কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্যাভি, ও সিইপিআই। বিশ্বের সব দেশে করোনার টিকা সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ২০২১ সালের শেষ পর্যন্ত  ১৯০টি দেশে অন্তত ২০০ কোটি টিকার ডোজ সরবরাহের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সেই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে  টিকা পেল ঘানা। 

ঘানার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকা প্রদানের ক্ষেত্রে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। 

দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৭০০ জনেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি মারা গেছেন ৫৮২ জন।