• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:৫৩ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান

মিয়ানমারে জরুরি ভিত্তিতে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে ১৩৭টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৩১টি দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এক যৌথ চিঠিতে জাতিসংঘের কাছে এ আহ্বান জানায়। 

চিঠিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থান ও সেনাবাহিনীর সরকার যেন সাধারণ জনগণের বিরুদ্ধে নতুন করে নিপীড়ন চালাতে না পারে। সে কারণে নিরাপত্তা পরিষদের উচিত দেশটিতে জরুরি ভিত্তিতে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা।

এছাড়া চীন, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, ফিলিপাইন, রাশিয়া, ইউক্রেনসহ যেসব দেশ থেকে মিয়ানমার অস্ত্র সংগ্রহ করছে, সেসব দেশকে অবিলম্বে অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করতে হবে বলেও চিঠিতে বলা হয়। 

এদিকে এনজিওগুলো জানায়, নিরাপত্তা পরিষদের উচিত বিশেষ খাতে ও আন্তর্জাতিক ভ্রমণে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। গণতান্ত্রিক নেতা সু চিকে আটক করা হয় একইসঙ্গে। এরপর থেকে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে দেশটির সেনাবাহিনী।